কুষ্টিয়ার সদর উপজেলায় দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলে নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে ৮ ছাত্রকে বিদ্যালয়ে যেতে নিষেধাজ্ঞা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা পাওয়া সবাই ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র বলে জানা যায়।
গতকাল বৃহস্পতিবার হাই স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল হক উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করেছেন।
নিষেধাজ্ঞা দেওয়ার সময় বিদ্যালয়ে উপস্থিত ছিলেন- হাটশহরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুশতাক হোসেন মাসুদসহ স্থানীয়রা।