জয়পুরহাট কালাই উপজেলা উদয়পুর ইউনিয়ন টাকাহুত(মধুবন) গ্রামের মোছাঃআসমা বেওয়ার উপর তার ছেলে বিভিন্ন প্রকার অত্যাচার নির্যাতন করে বাড়ির জায়গাটি জোরপূর্বক রেজিস্ট্রি করে নেয়। বাড়ির জায়গাটি রেজিস্ট্রি করে নেওয়ার পর থেকে বিভিন্ন প্রকার অত্যাচার নির্যাতন সহ মারধর করতে থাকে।
মা আসমা বেওয়া আমার মেয়ের বাড়িতে থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে আসার বিষয়ে বলতে গেলে বিবাদী আমার উপর ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি মারধর সহ অত্যাচার নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয় এবং সে তার মাকে কোন প্রকারের ভরণপোষণ বহন করে না।
বৃদ্ধ মা কোন প্রকারের কাজকর্ম করতে পারে না এতে করে বৃদ্ধ মাকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। এইসব নির্যাতন সহ্য করতে না পেরে মা মোছাঃ আসমা বেওয়া বাদী হয়ে ছেলে মোঃদেলোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।