নরসিংদীর পলাশে জঙ্গল হতে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে সেনাবাহিনী। আজ (৭ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়াম মাঠে অস্ত্রটি বাংলাদেশ সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্প এর লে: কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ এর নিকট অস্ত্রটি হস্তান্তর করেন।
এ সময় লে: কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব সাংবাদিকদের জানান, পলাশ উপজেলার ঘোড়াশাল টেঙ্গরপাড়া এলাকার একটি ঘন জঙ্গলে আগ্নেয়াস্ত্র রয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন ক্যাপ্টেন মো: রকিবুল আলমের নেতৃত্বে সেনাবাহিনীর দুটি দল। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করা হয়। শটগানটি গত ১৯ জুলাই জেলা কারাগার হতে লুট হওয়া অস্ত্র হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
এছাড়া নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার একটি জঙ্গল হতে ম্যাগজিনসহ অস্ত্রের কয়েকটি খন্ডিত অংশ উদ্ধার করা হয় বলেও জানান।
প্রিন্ট