নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে আর কোন মাফিয়াকে দুর্নীতি এবং সন্ত্রাসী কার্যক্রম করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দ্বীপাঞ্চল হাতিয়ার অন্যতম সদস্য মানবতার ফেরিওয়ালা খ্যাত ফৌজিয়া সাফদার সোহেলী।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে আফাজিয়া বাজারের নিজ বাড়ীতে অনেক বছর পর আগমন উপলক্ষে পরিবারের সদস্য ছাড়াও উপজেলার বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার সমর্থক ও সাধারণ জনতা একত্রিত হতে থাকে। পরে আফাজিয়া বাজারে একটি পথ সভায় সকলের উদ্দেশ্যে এ বক্তব্য দেন।
ফৌজিয়া সাফদার সোহেলী বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং বুকের তাজা রক্ত দিয়ে যারা এ দেশকে নতুন করে স্বাধীন করেছে আমি তাদের সকলকে শ্রদ্ধা ভরে স্বরণ করছি। হাতিয়ার মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলো, হাতিয়ার মানুষের দুঃখ কষ্ট গুলো সোস্যাল মিডিয়ায় তুলে ধরার কারণে আমাকে ৮টি বছর হাতিয়া আসতে দেওয়া হয়নি। হাতিয়াতে আর কোন মাফিয়াকে দূর্নীতি এবং সন্ত্রাসী কার্যক্রম করতে দেওয়া হবে না।
তিনি আরো বলেন, আমি এখানে রাজনীতি করতে আসিনি, আমি এসেছি এই এলাকার সন্তান, আপনাদের বোন আপনাদের মেয়ে হিসেবে। দ্বীপাঞ্চল হাতিয়া নামে আমাদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, যার মাধ্যমে আমরা বিভিন্ন মানবিক কাজ করে আসছি। এ সংগঠনের মাধ্যমে প্রাথমিকভাবে জিও ব্যাগ ফেলে আমরা নদী ভাঙন রোধে কাজ করবো। দলমত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে সকলকে হাতিয়ার উন্নয়নে কাজ করতে হবে।