শুক্রবার (৩১ আগস্ট) দিবাগত রাতে নগরের বায়েজিদ বোস্তামি থানায় এ মামলা করেন। এতে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪ জনকে আসামি করা হয়েছে। ওসি সঞ্জয় কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার বিকেলে হাটহাজারী থানায় একই ঘটনায় নিহত মাসুদ কায়সারের ছোটভাই চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে মামলা করেন। নিহত মাসুদের ছোট ভাই বাদী হয়ে এই মামলা করেন বলে জানিয়েছেন হাটহাজারী থানার ওসি মো. মনিরুজ্জামান।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে আনিসকে নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের নাহার গার্ডেন নামের একটি কমিউনিটি সেন্টার এলাকায় এবং মাসুদকে হাটহাজারী উপজেলার পশ্চিম কুয়াইশ এলাকায় গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
আনিস হাটহাজারীর পশ্চিম কুয়াইশ হাজী ওসমান আলী মেম্বার বাড়ির মৃত মো. ইছহাকের ছেলে। জমিজমা ও পোলট্রি ব্যবসা করতেন আনিস। অপরদিকে নিহত মাসুদ কায়সার বোয়ালখালী উপজেলায় মো. রফিকের ছেলে। ছোটবেলা থেকেই পশ্চিম কুয়াইশ এলাকার নানা বাড়িতে লালিত-পালিত হয়েছেন তিনি।