ঢাকা , সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

চট্টগ্রামে জোড়া খুনের ঘটনায় আরও এক মামলা

-নিহত আনিস ও মাসুদ। ছবিঃসংগৃহীত।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ-বুড়িশ্চর এলাকায় জোড়া খুনের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। যুবলীগ কর্মী মো. আনিস খুনের ঘটনায় তার স্ত্রী শামীমা আক্তার বাদী হয়ে এ মামলা করেন।

 

শুক্রবার (৩১ আগস্ট) দিবাগত রাতে নগরের বায়েজিদ বোস্তামি থানায় এ মামলা করেন। এতে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪ জনকে আসামি করা হয়েছে। ওসি সঞ্জয় কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে শুক্রবার বিকেলে হাটহাজারী থানায় একই ঘটনায় নিহত মাসুদ কায়সারের ছোটভাই চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে মামলা করেন। নিহত মাসুদের ছোট ভাই বাদী হয়ে এই মামলা করেন বলে জানিয়েছেন হাটহাজারী থানার ওসি মো. মনিরুজ্জামান।

 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে আনিসকে নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের নাহার গার্ডেন নামের একটি কমিউনিটি সেন্টার এলাকায় এবং মাসুদকে হাটহাজারী উপজেলার পশ্চিম কুয়াইশ এলাকায় গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

 

আনিস হাটহাজারীর পশ্চিম কুয়াইশ হাজী ওসমান আলী মেম্বার বাড়ির মৃত মো. ইছহাকের ছেলে। জমিজমা ও পোলট্রি ব্যবসা করতেন আনিস। অপরদিকে নিহত মাসুদ কায়সার বোয়ালখালী উপজেলায় মো. রফিকের ছেলে। ছোটবেলা থেকেই পশ্চিম কুয়াইশ এলাকার নানা বাড়িতে লালিত-পালিত হয়েছেন তিনি।

 

 

অভিযোগ উঠেছে, চট্টগ্রামে স্কুল পরিচালনায় আধিপত্যের জের এবং রাজনৈতিক দ্বন্দ্বে যুবলীগ কর্মী আনিস ও মাসুদ কায়সার খুন হয়েছেন। নিহত দুজনই হাটহাজারীর সাবেক উপজেলা চেয়ারম্যান ইউনুচ গণি চৌধুরীর অনুসারী।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়ায় ভূমিহীনদের বন্দোবস্তকৃত জমি বুঝিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন

error: Content is protected !!

চট্টগ্রামে জোড়া খুনের ঘটনায় আরও এক মামলা

আপডেট টাইম : ০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
সময়ের প্রত্যাশা ডেস্ক :
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ-বুড়িশ্চর এলাকায় জোড়া খুনের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। যুবলীগ কর্মী মো. আনিস খুনের ঘটনায় তার স্ত্রী শামীমা আক্তার বাদী হয়ে এ মামলা করেন।

 

শুক্রবার (৩১ আগস্ট) দিবাগত রাতে নগরের বায়েজিদ বোস্তামি থানায় এ মামলা করেন। এতে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪ জনকে আসামি করা হয়েছে। ওসি সঞ্জয় কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে শুক্রবার বিকেলে হাটহাজারী থানায় একই ঘটনায় নিহত মাসুদ কায়সারের ছোটভাই চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে মামলা করেন। নিহত মাসুদের ছোট ভাই বাদী হয়ে এই মামলা করেন বলে জানিয়েছেন হাটহাজারী থানার ওসি মো. মনিরুজ্জামান।

 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে আনিসকে নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের নাহার গার্ডেন নামের একটি কমিউনিটি সেন্টার এলাকায় এবং মাসুদকে হাটহাজারী উপজেলার পশ্চিম কুয়াইশ এলাকায় গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

 

আনিস হাটহাজারীর পশ্চিম কুয়াইশ হাজী ওসমান আলী মেম্বার বাড়ির মৃত মো. ইছহাকের ছেলে। জমিজমা ও পোলট্রি ব্যবসা করতেন আনিস। অপরদিকে নিহত মাসুদ কায়সার বোয়ালখালী উপজেলায় মো. রফিকের ছেলে। ছোটবেলা থেকেই পশ্চিম কুয়াইশ এলাকার নানা বাড়িতে লালিত-পালিত হয়েছেন তিনি।

 

 

অভিযোগ উঠেছে, চট্টগ্রামে স্কুল পরিচালনায় আধিপত্যের জের এবং রাজনৈতিক দ্বন্দ্বে যুবলীগ কর্মী আনিস ও মাসুদ কায়সার খুন হয়েছেন। নিহত দুজনই হাটহাজারীর সাবেক উপজেলা চেয়ারম্যান ইউনুচ গণি চৌধুরীর অনুসারী।