ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন Logo ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত Logo হাতিয়ায় নৌবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo তানোরে খাদ্যবান্ধব কর্মসুচির ১৫ হাজার কেজি চাল আত্মসাৎ Logo ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে নড়াইলে প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন Logo সদরপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত Logo তানোরে হত্যা চেষ্টা মামলার আসামি প্রকাশ্যে, পুলিশ খুঁজে পাচ্ছেনা! Logo নড়াইলে উন্নত জাতের করলার মাঠ দিবস অনুষ্ঠিত Logo বন্যায় ঘর হারাদের ঘর তৈরি করে দিচ্ছে হুয়াওয়ে Logo অবৈধভাবে পলিথিন উৎপাদন, ভ্রাম্যমান অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

প্রবাসীরা দেশের অর্থনীতির ভিত নাড়িয়ে দিতে সক্ষম- কলিম উদ্দিন মিলন

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র জনতার অভ্যুত্থানে প্রবাসীরা অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।

 

আন্দোলনকারীদের পক্ষ থেকে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসীদের বারবার অনুরোধ করা হয় রেমিট্যান্সকে হাতিয়ার হিসেবে নিতে, তখন থেকেই প্রবাসীরা এই আন্দোলনে অংশ নেন। দেশে জুলাই মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগের মাসের থেকে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার কমে যায়।এ থেকে প্রমাণিত হয় প্রবাসীরা একটি রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থার ভিত নড়িয়ে দিতে সক্ষম। এছাড়া বিগত ১৫ বছরের বিএনপির আন্দোলনে ভুমিকা ছাড়াও নির্যাতিত পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। এরমধ্যে ফ্রান্স বিএনপির নেতাকর্মীদের ভূমিকাও প্রশংসনীয়।

 

রবিবার রাতে সিলেট নগরের একটি হলে ফ্রান্স বিএনপি’র তিন নেতাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আন্দোলন সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা রাখা তিন সংবর্ধিত অতিথি হলেন-আলতাফু রহমান, জাহিদুর ইসলাম শিপার ও জাকারিয়া আহমদ। এ সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করেন বিএনপির নেতৃবৃন্দ।

 

সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সাঈদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী।

 

প্রধান বক্তার বক্তব্যে ইমরান আহমদ চৌধুরী বলেন, প্রবাসীরা দেশের ক্রান্তিকালে, দুর্যোগে সবার আগে এগিয়ে আসেন। অথচ প্রবাসীরা যখন দেশে আসেন বিভিন্ন ক্ষেত্রে তারা অসম্মানিত হন। স্বাধীন এবং নতুন এই বাংলাদেশে এখন থেকে তাদেরকে সর্বোচ্চ সম্মানের আসনে আসীন করতে হবে।

 

অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি ফ্রান্স-বিএনপি নেতা আলতাফুর রহমান, জাহিদুর ইসলাম শিপার ও জাকারিয়া আহমদ বলেন, শুধুমাত্র বিএনপির রাজনীতি করার কারণে প্রবাসের হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা গেল ১৫ বছর দেশে আসতে পারেননি। দেশে কেউ এলেই গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হত। বিভিন্ন আন্দোলন সংগ্রামী প্রবাস থেকে বিগত দিনে সর্বোচ্চ উজাড় করে দিয়ে শেষ নয় সামনের যেকোনো সময় এভাবে হাত বাড়িয়ে দেবেন বলে উল্লেখ করেন তারা।

 

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপি নেতা সৈয়দ মইন উদ্দিন সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মোর্শেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শফিকুর রহমান, জেলা বিএনপির অর্থ সম্পাদক এডভোকেট মোস্তাক আহমদ, জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, জেলা বিএনপির সহ সংগঠনিক সম্পাদক আহাদুর রহমান চৌধুরী শামীম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান প্রমুখ।

 

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ওলি চৌধুরী।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

error: Content is protected !!

প্রবাসীরা দেশের অর্থনীতির ভিত নাড়িয়ে দিতে সক্ষম- কলিম উদ্দিন মিলন

আপডেট টাইম : ১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো প্রধান :

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র জনতার অভ্যুত্থানে প্রবাসীরা অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।

 

আন্দোলনকারীদের পক্ষ থেকে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসীদের বারবার অনুরোধ করা হয় রেমিট্যান্সকে হাতিয়ার হিসেবে নিতে, তখন থেকেই প্রবাসীরা এই আন্দোলনে অংশ নেন। দেশে জুলাই মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগের মাসের থেকে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার কমে যায়।এ থেকে প্রমাণিত হয় প্রবাসীরা একটি রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থার ভিত নড়িয়ে দিতে সক্ষম। এছাড়া বিগত ১৫ বছরের বিএনপির আন্দোলনে ভুমিকা ছাড়াও নির্যাতিত পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। এরমধ্যে ফ্রান্স বিএনপির নেতাকর্মীদের ভূমিকাও প্রশংসনীয়।

 

রবিবার রাতে সিলেট নগরের একটি হলে ফ্রান্স বিএনপি’র তিন নেতাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আন্দোলন সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা রাখা তিন সংবর্ধিত অতিথি হলেন-আলতাফু রহমান, জাহিদুর ইসলাম শিপার ও জাকারিয়া আহমদ। এ সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করেন বিএনপির নেতৃবৃন্দ।

 

সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সাঈদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী।

 

প্রধান বক্তার বক্তব্যে ইমরান আহমদ চৌধুরী বলেন, প্রবাসীরা দেশের ক্রান্তিকালে, দুর্যোগে সবার আগে এগিয়ে আসেন। অথচ প্রবাসীরা যখন দেশে আসেন বিভিন্ন ক্ষেত্রে তারা অসম্মানিত হন। স্বাধীন এবং নতুন এই বাংলাদেশে এখন থেকে তাদেরকে সর্বোচ্চ সম্মানের আসনে আসীন করতে হবে।

 

অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি ফ্রান্স-বিএনপি নেতা আলতাফুর রহমান, জাহিদুর ইসলাম শিপার ও জাকারিয়া আহমদ বলেন, শুধুমাত্র বিএনপির রাজনীতি করার কারণে প্রবাসের হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা গেল ১৫ বছর দেশে আসতে পারেননি। দেশে কেউ এলেই গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হত। বিভিন্ন আন্দোলন সংগ্রামী প্রবাস থেকে বিগত দিনে সর্বোচ্চ উজাড় করে দিয়ে শেষ নয় সামনের যেকোনো সময় এভাবে হাত বাড়িয়ে দেবেন বলে উল্লেখ করেন তারা।

 

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপি নেতা সৈয়দ মইন উদ্দিন সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মোর্শেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শফিকুর রহমান, জেলা বিএনপির অর্থ সম্পাদক এডভোকেট মোস্তাক আহমদ, জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, জেলা বিএনপির সহ সংগঠনিক সম্পাদক আহাদুর রহমান চৌধুরী শামীম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান প্রমুখ।

 

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ওলি চৌধুরী।