ফরিদপুরের চরভদ্রাসনে পাঁচ দফা দাবিতে গত ১৮ আগস্ট রবিবার থেকে অবস্থান কর্মসূচি পালন করে আসছে উপজেলা সমাজসেবা দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সমাজ সেবা অধিদপ্তরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লাল ব্যাজ ধ্রন ও অবস্থান কর্মসূচি পালন করেন সংশ্লিষ্টরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জাহিদ তালুকদার, ফিল্ড সুপারভাইজার আসাদ শেখ, ইউনিয়ন সমাজকর্মী মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ হুমায়ুন ফরিদ, কারিগরি প্রশিক্ষক মোহাম্মাদ আহসান হাবীব, হালিমা বেগম ও অফিস সহকারী মোঃ ফারুক হোসেন।
পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত আগামী পহেলা সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন জনদুর্ভোগ এড়িয়ে অফিস প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানান সমাজসেবা কর্মকর্তা।