কুষ্টিয়া’র দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকার পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ সাগর আলী (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।
দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
নিহত সাগর আলী ভাগজোত বাজার এলাকার চাহার আলীর জামাতা। তিনি শ্বশুর বাড়িতেই থাকতেন। তার বাড়ি উপজেলার বাহিরমাদি চর এলাকায়।
সোমবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত এলাকার খেয়াঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সন্ধ্যায় খেয়াঘাট পারাপারের সময় নৌকা ডুবে নিখোঁজ হয় যুবক সাগর আলী।
- আরও পড়ুনঃ দৌলতপুরে নৌকা ডুবে যুবক নিহত
পুলিশ ও স্থানীয়রা জানান, সাগর আলী শ্বশুর বাড়িতে থেকে শ্রমিকের কাজ করতেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাজ শেষে নদী পার হওয়ার সময় নৌকা ডুবে তিনি নিখোঁজ হয়। পরে রাত ১০টার সময় তার মরদেহ নদীর কিনারে ভেসে উঠে। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।