কুষ্টিয়ার দৌলপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকার ভাগজোত খেয়াঘাট থেকে সাগর আলী (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যায় ঐ এলাকায় একটি নৌকায় পারাপারের সময় নৌকা ডুবে নিখোঁজ হয় ঐ যুবক। আজ সোমবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টার সময় রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত এলাকার খেয়াঘাট থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাগর আলী ভাগজোত বাজার এলাকার চাহার আলীর জামাতা। তিনি শশুরবাড়ীতেই থাকতেন। তার বাড়ী উপজেলার বাহিরমাদি চর এলাকায়।
স্থানীয় সুত্রে জানা যায়, সাগর আলী দীর্ঘদিন ধরে শশুর বাড়ীতে ঘর জামাই হিসাবে থাকতেন এবং রাজমিস্ত্রি কাজ করতেন।
সোমবার সকালে নদী পার হয়ে কাজে যায়। সন্ধ্যা সাড়ে ৭টার সময় কাজ শেষে নৌকা যোগে নদী পার হওয়ার সময় নৌকা ডুবে সে নিখোঁজ হয়। পরে রাত সাড়ে ৯টার সময় তার মরদেহ নদীর কিনারে ভেসে উঠে।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।