পর্তুগালে বসবাসরত মৌলভীবাজারের রাজনগর উপজেলার বসবাসরত প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ” রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটি ” এর নতুন কমিটি গঠন করা হয়।
গত ১২ আগস্ট ( সোমবার) রাতে লিসবনের স্টীক এন্ড কাবাব নামক অভিজাত রেস্টুরেন্টে মাওলানা মামুনুর রশীদের সভাপতিত্বে শেখ মো সুয়েব উদ্দিনের পরিচালনায় ও সালেহ আহমদ রাজনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়।
আজিজুর রহমান খানকে সভাপতি ও রুাহুল আহমেদ মতিনকে সাধারণ সম্পাদক করে ৭৭ সদস্য বিশিষ্ট ‘রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ‘ এর কমিটি গঠন করা।
- আরও পড়ুনঃ ডেনমার্কে জাতীয় শোক দিবস পালন
উক্ত কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন আজিজুর রহমান খান, রুাহুল আহমেদ মতিন, শামীম আহমদ, রামিম আহমদ চৌধুরী, মুহিবুর রহমান সাকির, আবুল আহমদ, রিয়াদ কামাল চৌধুরী( রনি),আজিজ আহমদ,কামরুল ইসলাম, এহসান আহমদ চৌধুরী, ইমরান আহমদ, নাজমুল ইসলাম রুবেল প্রমুখ।