আজকের তারিখ : মার্চ ১৩, ২০২৫, ২:০৫ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ১৭, ২০২৪, ১২:৩৭ এ.এম
পর্তুগালে ‘রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটির’ আত্মপ্রকাশ

পর্তুগালে বসবাসরত মৌলভীবাজারের রাজনগর উপজেলার বসবাসরত প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে " রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটি " এর নতুন কমিটি গঠন করা হয়।
গত ১২ আগস্ট ( সোমবার) রাতে লিসবনের স্টীক এন্ড কাবাব নামক অভিজাত রেস্টুরেন্টে মাওলানা মামুনুর রশীদের সভাপতিত্বে শেখ মো সুয়েব উদ্দিনের পরিচালনায় ও সালেহ আহমদ রাজনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়।
আজিজুর রহমান খানকে সভাপতি ও রুাহুল আহমেদ মতিনকে সাধারণ সম্পাদক করে ৭৭ সদস্য বিশিষ্ট 'রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ' এর কমিটি গঠন করা।
উক্ত কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন আজিজুর রহমান খান, রুাহুল আহমেদ মতিন, শামীম আহমদ, রামিম আহমদ চৌধুরী, মুহিবুর রহমান সাকির, আবুল আহমদ, রিয়াদ কামাল চৌধুরী( রনি),আজিজ আহমদ,কামরুল ইসলাম, এহসান আহমদ চৌধুরী, ইমরান আহমদ, নাজমুল ইসলাম রুবেল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha