রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন প্রায় ৬০০ জন দুস্থ অসহায় রোগী। চিকিৎসা সেবার পর তাদেরকে বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে খুশি এ সকল রোগীরা।
শুক্রবার (১৬ আগস্ট) বেলা ১১টা থেকে বালিয়াকান্দি সদরে মীর বাড়ী চেরীবাগে শুরু হয় সর্বস্তরের অসহায় মানুষের জন্য ১৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্প। ক্যাম্পটি উদ্বোধন করেন আলহাজ্ব মীর রফিকুজ্জামান।
ইফাদাহ ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান মীর মাহিনুর রফিক শাওনের একমাত্র কন্যা মরহুমা মীর সাওদাতুল জান্নাতের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দুটি ভ্যানুতে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্প দুটি হলো- মীর বাড়ী চেরীবাগ ও নবাবপুর ইউনিয়নের কুরশী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন।
চিকিৎসা নিতে আসা শালমারা গ্রামের ৮০ বছরের বৃদ্ধ তমছেল শেখ জানান, তিনি দীর্ঘদিন নানা ধরনের শারীরিক সমস্যা নিয়ে ভুগছিলেন। অর্থের অভাবে চিকিৎসা সেবা নিতে পারেননি তিনি। মাইকে প্রচার শুনে তাই তিনি এখানে এসেছেন। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে বিনামূল্যে ওষুধও দিয়েছেন। টাকা ছাড়া ওষুধ ও ডাক্তার দেখাতে পেরে তিনি খুব খুশি।
মীর হাসানুর রফিক রিংকু জানান, এলাকায় অনেক মানুষ রয়েছেন যারা অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেন না। তাদের জন্যই আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্প। এটি শুধুমাত্র সেবার জন্যই আয়োজন করা। যে সকল চিকিৎসক সেবা প্রদান করছেন তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ফ্রি মেডিকেল ক্যাম্প চলাকালীন সময়ে তর্কিস ডিভাইস দিয়ে ২০ জন শিশুকে খাৎনা দেওয়া হয়েছে। মেডিকেল টিমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ডা. মোহাম্মাদ ইলিয়াস।