ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম শাহাদতবার্ষিকী ও শোক দিবস পালিত
হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে পুস্পমাল্য অর্পণ করেন। দুপুরে আলফাডাঙ্গা পরিবহন বাস কাউন্টারে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল
আলীম সুজার পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র সাইফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের
সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, আশারাফউদ্দিন তারা, ইকবাল হোসেন চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আতাউর রহমান সাইক্লোন,
সাবেক ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, নারী ভাইস চেয়ারম্যান লায়লা পারভিন, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল,
খান সাইফুল ইসলাম, যুব লীগের আহŸায়ক হাসমত হোসেন তালুকদার তপন, যুগ্ম আহŸায়ক কামরুল ইসলাম, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা
কমান্ডার সিদ্দিকুর রহমান ও উপজেলা স্বেচ্ছাসেবলীগের সভাপতি ফকির এনায়েত হোসেনসহ প্রায় দুই হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুর রহমান জানান, উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী ছাড়াও ছয়টি ইউনিয়ন
ও একটি পৌরসভার নেতাকর্মীরা যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাৎ বার্ষিকী ও শোক
দিবস পালন করেছে।