ফরিদপুরের বোয়ালমারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে থানা রোড সংলগ্ন দলীয় পার্টি অফিসে ১৫ আগস্ট উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়েছে। ১৫ আগস্টে বোয়ালমারী আওয়ামী লীগের সকল নেতাকর্মী মতভেদ ভূলে একাট্টা হয়ে কাজ করবে বলে জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়ার সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামর লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল।
- আরও পড়ুনঃ দৌলতপুর কলেজের অফিসিয়াল কাজপত্র চুরি
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল রেজা, যুবলীগের আহবায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. হান্নান মোল্যা, চৌধুরী রায়হান রকি, বোয়ালমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হক শেখ, দাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন প্রমুখ।