রাজশাহীর তানোরে পূর্ব বিরোধের জেরে পুকুরের মাছ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশিক রানা সুইট বাদি হয়ে নারায়নপুর গ্রামের জামাল উদ্দিনসহ ৫ জনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগকরেছেন।
গত সোমবার উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) নারায়নপুর গ্রামে এই মাছ লুটের ঘটনা ঘটেছে। এতে গ্রামবাসির মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) নারায়নপুর মৌজার, আরএস ১২৯ নম্বর খতিয়ানে ১৯ শতকের একটি পুকুর রয়েছে। এদিকে ক্রয় ও ওয়ারিশ সুত্রে দীর্ঘদিন যাবত পুকুরটি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন আয়ান উদ্দিন। তবে আয়ান উদ্দিনের কাছে থেকে লীজ নিয়ে দীর্ঘদিন ধরে পুকুরে মাছ চাষ করে আসছেন আশিক রানা সুইট।
এমতাবস্থায় পূর্ববিরোধের জেরে গত সোমবার পুকুর জবর দখল করে বিভিন্ন প্রজাতির প্রায় ৬ মন মাছ লুট করেছে জামাল উদ্দিন। এতে তার প্রায় ৪৮ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে। এ বিষয়ে আশিক রানা সুইট জানান, তিনি দীর্ঘদিন ধরে এই পুকুরে মাছ চাষ করে আসছেন। কিন্তু পূর্ববিরোধের জেরে জামাল উদ্দিন লাঠিয়াল বাহিনী নিয়ে চর দখলের মতো পুকুর দখল করে মাছ লুট করেছে। এ সময় তিনি তার পরিবারের লোকজন নিয়ে বাধা দিতে গেলে তাদের প্রাণনাশের হুমকি প্রদান করে জামাল উদ্দিন।
তিনি আরো বলেন, তারা লুট করা মাছ ভাগবাটোয়ারা করার সময় নিজেরা মারপিট করে মেডিকেলে ভর্তি হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ অন্যায় ভাবে দখল বাজ বা লুটপাটের সাথে জড়িত থাকলে কোন ছাড় দেয়া হবে না।
প্রিন্ট