রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের সাথে উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনওর আমন্ত্রণে রোববার (১১ আগস্ট) দুপুরে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল ইউএনওর কার্যালয় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
জামায়াতে ইসলামীর বালিয়াকান্দি উপজেলা শাখার সহকারি সেক্রেটারি মিরাজুল ইসলাম মিরাজ বিষয়টি নিশ্চিত করে জানান, মতবিনিময় সভায় পতিত স্বৈরাচার শেখ হাসিনার পতন পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষা ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ইউএনও মহোদয় জনপ্রিয়, সুসংগঠিত ও আদর্শিক সংগঠন হিসাবে জামায়াতে ইসলামীর দায়িত্বশীলগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উপজেলা আমীর মুহতারাম মাওলানা আব্দুল হাই জোয়াদ্দার বলেন, আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান এর নির্দেশনার আলোকে উপজেলা জামায়াত হেল্প লাইন গঠন করেছে। প্রতিটি নেতা-কর্মী সজাগ এবং সতর্ক রয়েছে। মানবতাবাদী সংগঠন হিসাবে উপজেলা জামায়াত যে কোন মানুষের বিপদে আপদে পাশে থাকবে বলে তিনি অঙ্গীকার ব্যাক্ত করেন।
প্রতিনিধিদলে ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাই জোয়াদ্দার, নায়েবে আমীর মোঃ কামাল উদ্দিন, উপজেলা সেক্রেটারি এ্যাডভোকেট মোঃ আব্দুর রাজ্জাক, সহকারি সেক্রেটারি মিরাজুল ইসলাম মিরাজ ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সহসভাপতি মাওলানা খোন্দকার মনির আযম মুন্নু প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মানবিক সংগঠন হিসাবে জামায়াতে ইসলামীর ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিনিধিদলকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রিন্ট