কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ভূরুঙ্গামারী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা। অত্র মাদ্রাসায় ২০২৪ সালের আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরন ও সবক উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১ আগষ্ট রবিবার সকাল ১০:০০ ঘটিকায় অত্র মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ মুফতি মাওলানা মো: আলতাফ হোসাইনের সভাপতিত্বে সবক উদ্ভোধন করেন সাবেক সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা রুহুল আমিন প্রধান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো: রমিজ উদ্দিন। কোরআন তেলোয়াত দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। এরপর শিক্ষকগন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন।
উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন অত্র মাদ্রাসার প্রভাষক মাওলানা আলমগীর হোসেন, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মো: আবুল বাসার, মো: হামিদুল ইসলাম, মাওলানা মাহবুবুল আলম এবং গর্ভনিং বডির সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস।
পরে শিক্ষার্থীদেরকে উপহার হিসেনে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারা বিতরন করা হয়।
প্রিন্ট