নাগেশ্বরীতে বৃষ্টিতে ভিজে ট্রাফিকের দায়িত্ব পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা সড়কে যানবাহনকে আইন মেনে চলার পরামর্শও দেন। শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরাও এ দায়িত্ব পালন করছেন। এদিকে শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগতম জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। যানবাহনের চালকরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন।
প্রতিদিনের মতো শনিবার সকাল থেকে নাগেশ্বরী শহরের কলেজ মোড়, বাজার রোড, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে বিভিন্ন স্কুল-কলেজের প্রায় এক শতাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরা এ দায়িত্ব পালন করছেন।
- আরও পড়ুনঃ নতুন নেতাকর্মী যোগদান বন্ধ করলো বিএনপি
এ সময় শিক্ষার্থী সাদিয়া আক্তার, শাকিলা জাহান ও মো. রায়হান জানান, বর্তমানে যেহেতু সড়কে পুলিশ তাদের দায়িত্ব পালন করছেন না। তাই তারা সড়কে নেমে ঐক্যবদ্ধ হয়ে সড়কের জ্যাম ও মানুষের নিরাপত্তায় কাজ করছেন। পাশাপাশি সব যানবাহন চালককে ট্রাফিক আইন মেনে চলার জন্যও অনুরোধ করছেন তারা।
প্রিন্ট