মাগুরা জেলার ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৮০ কেজি গাঁজাসহ রুহুল আমিন (৪১) ও আবুল হাশেম (৪৩) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ৩ আগস্ট মাগুরা জেলার পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার) মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে মাদক উদ্ধারে ব্যাপক অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন।
মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ দুপুরে প্রেস ব্রিফিং প্রদান করেন। যার ধারাবাহিকতায় মাগুরা ডিবি পুলিশের এসআই কাজী শামসুল আলম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ৩ আগস্ট সকাল ৭.১৫ টার সময় মাগুরা সদর থানাধীন মাগুরা-যশোর মহাসড়কের শিমুলিয়ার ঢালে পাকারাস্তার উপর থেকে ঢাকা মেট্রো ট-১৪-০৫০০ রেজিস্ট্রেশন নাম্বার সম্বলিত একটি ট্রাক আটক করে।
ডিবি পুলিশ কর্তৃক আটককৃত ট্রাকটি তল্লাশীকালে ট্রাকের মধ্যে বিশেষ কায়দায় লুকায়িত ১৮০ কেজি গাঁজা পেয়ে ট্রাকের চালক রুহুল আমিন (৪১), পিতা- রমজান আলী, সাং-জালিয়াপাড়া (জহুর সর্দার পাড়া) ও চালকের সহকারি আবুল হাশেম (৪৩), পিতা- মোঃ আব্দুল লতিফ, সাং-১০ নং ইসলামপুর উভয়ের থানা-মাটিরাংগা, জেলা-খাগড়াছড়ি দ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গিয়েছে। এই সংক্রান্তে মাগুরা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা রুজু প্রক্রিয়াধীন।
প্রিন্ট