পর্তুগালের রাজধানী লিসবনে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে জহিরুল আলম জসিম এবং সাধারণ সম্পাদক পদে দেলওয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। বুধবার (১০ জুলাই) অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি রাফিক উল্লাহ মুন্সী। পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিমের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। সম্মেলন সঞ্চালনা করেন পর্তুগাল আওয়ামী লীগের সাধারণ সম্পদক শওকত ওসমান ও ভারপ্রাপ্ত সম্পাদক দেলওয়ার হোসেন। সম্মেলনে অংশ নেন ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা।
জানা যায়, নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য পর্তুগাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়। সাবজেক্ট কমিটির অনুমতিক্রমে সভাপতি হিসেবে জহিরুল আলম জসিম ও সাধারণ সম্পাদক হিসেবে দেলওয়ার হোসেনের নাম ঘোষণা করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম।
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই ত্যাগী, অভিজ্ঞ ও তরুণ নেতৃত্ব আনার কথা বলেন।তাই পর্তুগাল আওয়ামী লীগের নতুন কমিটি ত্যাগী এবং নতুন নেতৃত্ব আরো সুসংগঠিত করবে।’
তিনি আরো বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রবাসে বাংলাদেশিদের মাথা উচু করে চলতে শিখিয়েছেন, বৃদ্ধি করেছেন দেশের মর্যাদা। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও অপপ্রচার উপেক্ষা করে এগিয়ে যেতে হবে,শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশকে বহির্বিশ্বে তুলে ধরতে কাজ করে যাচ্ছে।পর্তুগাল আওয়ামী লীগের নতুন নেতৃত্ব এ কাজকে আরো সুসংগঠিত করবে।এবার ত্যাগী, অভিজ্ঞ ও তরুণরা নতুন কমিটিতে স্থান পাবে।’
সর্বশেষ পর্তুগালে ২০১৪ সালে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।ফলে ১০ বছর ধরে সদ্য বিদায়ি কমিটি দলটির নেতৃত্ব দিয়ে আসছিল। ১০ বছর জহিরুল আলম জসিম সভাপতি হিসেবে নেতৃত্ব দিলেও সাধারণ সম্পাদক শওকত ওসমানের অনুপস্থিতিতে গত তিন বছর দেলওয়ার হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।দীর্ঘদিন সম্মেলন না হওয়ার কারণে তরুণ, অভিজ্ঞ ও ত্যাগীরা নেতৃত্বে আসতে পারছিলেন না। এবারের সম্মেলনের মাধ্যমে এ অভাব ঘুচবে বলে জানিয়েছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতারা।
সম্মেলনে উপস্থিত ছিলেন,ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খোন্দকার হাফিজুর রহমান,বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক,সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদ্দার,গ্রীস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতুব্বর,
স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আই রবিন, পোল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মনির, সুইডেন আওয়ামী লীগের সহ সভাপতি মনজুরুল হাসান, স্পেন আওয়ামী লীগের সহসভাপত আকরামুজ্জামান মোল্যা কিরন, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাইনুল ইসলাম, ফ্রান্স আওয়ামী লীগের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শ্যামল খান, ডেনমার্ক আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, গ্রিস আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল হাওলাদার, মাল্টা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রাজিব দাশ, পোল্যান্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম চকদার সাকু,বেলজিয়াম আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সোহেল খান প্রমূখ।
প্রিন্ট