‘‘কোটা নয়, মেধা চাই’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সচেতন শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ সচেতন শিক্ষার্থীদের ব্যানারে কারবালা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামী ব্যাংকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য দেন, রাজশাহী কলেজের শিক্ষার্থী খাদিমুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী সায়েম আলী, আদিনা ফজলুল হক সরকারি কলেজ লিমন আলী, আবদুর রহিম, শিবগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী তানভীর আহমেদ নয়ন, শিশ মোহাম্মদ, মোসা. মনিকা, রতন আলী ও রানীহাটি ডিগ্রি কলেজের মামুনসহ অন্যরা।
বক্তারা বলেন, কোটা নয়, ছাত্রসমাজ মেধার ভিত্তিতে চাকরি চায়। কোটা এই সমাজ ব্যবস্থায় বড় একটি বৈষম্য তৈরি করেছে। ফলে এক শ্রেণির মানুষ অধিক লাভবান হচ্ছেন এবং সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হয়েই যাচ্ছে।
প্রিন্ট