ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

দৌলতপুরে মহিলা মেম্বরের বাড়িতে হামলা ভাঙ্গচুরঃ ৫ লাখ টাকা লুট

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউপি গোলাবাড়ি গ্রামের ইউপি সদস্যার  বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ভাঙ্গচুর ও লুট করে নিয়ে যায়। এই সময় ইউপি সদস্যা হেলানা খাতুন (৩৪) কে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে লোকজন উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এই ঘটনায় সদস্যা নিজে বাদী দৌলতপুর থানায লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে, জানাযায়  উপজেলার ফিলিপনগর ইউপির গোলাবাড়ি গ্রামের ইউপি সদস্যা হেলানার বাড়ির পাশ দিয়ে হেরিং বন্ড রাস্তা করছিল। এ রাস্তা করা কে কেন্দ্র করে গত ৬ জুন বিকেল ৪ টাই  প্রতিবেশ কোট সদ্দারের সাথে কথা কাটা কাটি হয়। এর এক প্রযায়ে কোট সদ্দারের নেতৃীত্বে  বেল্লাল (৩৬) কোট (৫৫) মহন (২৪) সহ ৭/৮ জন সশস্ত্র সংবদ্ধ হয়ে  তার বাড়ির উপর হামলা চালায়।

এ সময়  তাকে নাম ধরে ডাক দিলে সদস্যা হেলানা বের হয়ে আসলো তার চুলের মুঠো ধরে মাঠিতে ফেলে দিয়ে লোহার রড,লাঠি, সুঠা দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং  তার বাড়ির বেড়া, দরজা ভাঙ্গচুর করে এবং তার ঘরের মধ্যে ঢুকে মিটসেফের ডয়ার ভেঙে  গরু বিক্রি করা ২,লাখ টাকা, ৪০ হাজার টাকা মুল্যের একটি স্বর্নের চেন, সহ মোট ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ সময় এলাকাবাসী এগিয়ে এসে সদস্যা হেলানা খাতুন কে উদ্ধার করে দৌলতপুর উপজেলা হাসপাতালে ভর্তি করে। পরে মেম্বর হেলানা নিজে বাদী হয়ে ৬/৭ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় কুষ্টিয়ার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

error: Content is protected !!

দৌলতপুরে মহিলা মেম্বরের বাড়িতে হামলা ভাঙ্গচুরঃ ৫ লাখ টাকা লুট

আপডেট টাইম : ১১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউপি গোলাবাড়ি গ্রামের ইউপি সদস্যার  বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ভাঙ্গচুর ও লুট করে নিয়ে যায়। এই সময় ইউপি সদস্যা হেলানা খাতুন (৩৪) কে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে লোকজন উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এই ঘটনায় সদস্যা নিজে বাদী দৌলতপুর থানায লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে, জানাযায়  উপজেলার ফিলিপনগর ইউপির গোলাবাড়ি গ্রামের ইউপি সদস্যা হেলানার বাড়ির পাশ দিয়ে হেরিং বন্ড রাস্তা করছিল। এ রাস্তা করা কে কেন্দ্র করে গত ৬ জুন বিকেল ৪ টাই  প্রতিবেশ কোট সদ্দারের সাথে কথা কাটা কাটি হয়। এর এক প্রযায়ে কোট সদ্দারের নেতৃীত্বে  বেল্লাল (৩৬) কোট (৫৫) মহন (২৪) সহ ৭/৮ জন সশস্ত্র সংবদ্ধ হয়ে  তার বাড়ির উপর হামলা চালায়।

এ সময়  তাকে নাম ধরে ডাক দিলে সদস্যা হেলানা বের হয়ে আসলো তার চুলের মুঠো ধরে মাঠিতে ফেলে দিয়ে লোহার রড,লাঠি, সুঠা দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং  তার বাড়ির বেড়া, দরজা ভাঙ্গচুর করে এবং তার ঘরের মধ্যে ঢুকে মিটসেফের ডয়ার ভেঙে  গরু বিক্রি করা ২,লাখ টাকা, ৪০ হাজার টাকা মুল্যের একটি স্বর্নের চেন, সহ মোট ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ সময় এলাকাবাসী এগিয়ে এসে সদস্যা হেলানা খাতুন কে উদ্ধার করে দৌলতপুর উপজেলা হাসপাতালে ভর্তি করে। পরে মেম্বর হেলানা নিজে বাদী হয়ে ৬/৭ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


প্রিন্ট