কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউপি গোলাবাড়ি গ্রামের ইউপি সদস্যার বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ভাঙ্গচুর ও লুট করে নিয়ে যায়। এই সময় ইউপি সদস্যা হেলানা খাতুন (৩৪) কে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে লোকজন উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এই ঘটনায় সদস্যা নিজে বাদী দৌলতপুর থানায লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে, জানাযায় উপজেলার ফিলিপনগর ইউপির গোলাবাড়ি গ্রামের ইউপি সদস্যা হেলানার বাড়ির পাশ দিয়ে হেরিং বন্ড রাস্তা করছিল। এ রাস্তা করা কে কেন্দ্র করে গত ৬ জুন বিকেল ৪ টাই প্রতিবেশ কোট সদ্দারের সাথে কথা কাটা কাটি হয়। এর এক প্রযায়ে কোট সদ্দারের নেতৃীত্বে বেল্লাল (৩৬) কোট (৫৫) মহন (২৪) সহ ৭/৮ জন সশস্ত্র সংবদ্ধ হয়ে তার বাড়ির উপর হামলা চালায়।
এ সময় তাকে নাম ধরে ডাক দিলে সদস্যা হেলানা বের হয়ে আসলো তার চুলের মুঠো ধরে মাঠিতে ফেলে দিয়ে লোহার রড,লাঠি, সুঠা দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং তার বাড়ির বেড়া, দরজা ভাঙ্গচুর করে এবং তার ঘরের মধ্যে ঢুকে মিটসেফের ডয়ার ভেঙে গরু বিক্রি করা ২,লাখ টাকা, ৪০ হাজার টাকা মুল্যের একটি স্বর্নের চেন, সহ মোট ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ সময় এলাকাবাসী এগিয়ে এসে সদস্যা হেলানা খাতুন কে উদ্ধার করে দৌলতপুর উপজেলা হাসপাতালে ভর্তি করে। পরে মেম্বর হেলানা নিজে বাদী হয়ে ৬/৭ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha