রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে রবিবার ৩০মে বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব-১৭)-২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় কশবামাজাইল ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে হাবাসপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কশবামাজাইল আলহাজ্ব আমজাদ হোসেন ডিগ্রী কলেজের সভাপতি বিশিষ্ট সমাজসেবী আব্দুল্লাহ আল হোসেন, কশবামাজাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার, পরিসংখ্যান অফিসার মাহাবুব হোসেন, যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস, উপ-সহকারী প্রকৌশলী মোঃ হেকমত আলী, পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন, কশবামাজাইল এ.এইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ উপস্থিত ছিলেন।
উপস্থাপনা করেন কাজী আব্দুল মাজেদ একাডেমীর সহকারী শিক্ষক ফিরোজ হোসেন।
ফুটবল খেলা পরিচালনা করেন শাজাহানুল হক জুয়েল মাষ্টার। তাকে সহযোগিতা করেন মোহাম্মদ আলী ও সাইদুল ইসলাম (কালু)।
প্রিন্ট