শনিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় রেশম চাষীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপজেলার শতাধিক রেশম চাষী অংশ নেয়। সমাবেশে অংশ গ্রহনকারীরা রেশম চাষের প্রচার ও প্রসার বৃদ্ধির জন্য এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি কালুখালীর চাঁদপুর বঙ্গবন্ধু স্মৃতি চত্ত্বর প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
সভায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো: আনওয়ার হোসেন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক(সম্প্রসারন) মোহাম্মদ ইমদাদুল বারী, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের প্রধান মনিটরিং কর্মকর্তা মো: নাসির উদ্দিন, ঝিনাইদহ আঞ্চলের রেশম সম্পসারন কার্যালয়ের উপপরিচালক মো: তরিকুল ইসলাম,মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু,কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় উপজেলার রেশম চাষীরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন।
তারা রেশম চাষে আরো উৎসাহ বাড়ানোর জন্য বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সুদৃষ্টি কামনা করেন।
প্রিন্ট