মোঃ আমিন হোসেন :ঝালকাঠি ও নলছিটি উপজেলায় আগামী একুশ তারিখ অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে নলছিটি উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীসহ মোট ১৪ জন ভোট যুদ্ধে অংশ গ্রহন করবেন। সবাই এখন প্রচার প্রচারনা ও ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন।
ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারনায় এই মূহুর্তে এগিয়ে আছেন মিষ্টিভাষী সবার পরিচিত মুখ সাবেক নলছিটি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাবেক আহবায়ক দুলাল শরিফের ভাই শরিফ মিজানুর রহমান লালন। তিনি আসন্ন নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে টিউবওয়েল প্রতিক নিয়ে নির্বাচন করছেন।
উপজেলার পৌর এলাকার বাসিন্দা বশির হাওলাদার বলেন,লালন ভাই নলছিটির একজন সুপরিচিত মানুষ। ছোট বেলা থেকেই রাজনীতির সাথে জরিত আছেন। সাধারণ মানুষ জনের সাথে তার ওঠা বসাও দীর্ঘ দিনের তাই সাধারণ ভোটাররা তাকেই পছন্দ করবেন বলে আমি মনে করি। তাকে আমরা যে কোন প্রয়োজনে সবসময়ই পাশে পাবো।
তার কর্মী নয়ন হোসেন জানান,আমাদের লালন শরিফ ভাই ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করছেন। তার সরলতা ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আমরা আশাবাদী আগামী একুশ তারিখ আমরা আপনাদের দোয়ায় শেষ হাসি হাসবো।
শরিফ মিজানুর রহমান লালন জানান, আমি একজন অতি সাধারন মানুষ। নলছিটি উপজেলাবাসীর কাছে একজন সাধারণ হিসেবেই থাকতে চাই। ছোটবেলা থেকেই এই মফস্বল শহরে বড় হয়েছি। এখানের বড় ছোট সবাই আমার আপনজন। সবাই আমার জন্য দোয়া করবেন যেনো নির্বাচিত হয়ে আপনাদের খেদমত করতে পারি।
প্রিন্ট