আসন্ন ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী শাহজামান বাবুলের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ মে) বিকাল ৪ টার দিকে ফরিদপুরের নগরকান্দার তালমা ইউনিয়নের কদমতলী চেয়ারম্যান বাড়ীতে এ জনসভা অনুষ্ঠিত হয়।
নগরকান্দা উপজেলা আ’লীগের সহ-সভাপতি আঃ মান্নান মোল্যার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক ও নগরকান্দা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জামাল হোসেন মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন- সালথা উপজেলা আ’লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়া, নগরকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কাইচাইল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু, চরযোশরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান পথিক, লস্করদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান, নগরকান্দা উপজেলা যুব মহিলা আ’লীগের সভাপতি রিক্তা আক্তার সহ উপজেলা আ’লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
এ সময় বক্তারা বলেন, ‘উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী শাহজামান বাবুল একজন ভালো মানুষ। যিনি সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়ান। এ রকম একজন মানবদরদী মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।’
এর আগে একইদিন বিকাল ৩ টার দিকে তালমা ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের ইউপি মেম্বার শাহজাহান শেখ ৫’শ লোকজন নিয়ে অ্যাড. জামাল হোসেন মিয়ার হাতে ফুল দিয়ে জামাল হোসেন মিয়ার সাথে যোগ দেন।
প্রসঙ্গ, আগামী ২১ মে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।