তীব্র গরম থেকে বাঁচতে প্রার্থনা করে ফরিদপুরের আলফাডাঙ্গায় ইস্তেস্কার নামাজ আদায় পড়েছেন মুসল্লিরা।শনিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার টগরবন্দ ইউনিয়নের টিটা ভাসমান সেতু সংলগ্ন এলাকায় এ নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন এলাকার সন্তান মাওলানা বছিরুল আলম সিকদার এবং খুদবা পাঠ করেন টিটা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আরাফাত হোসেন। মোনাজাতে ইমাম ও মুসল্লিদের অঝোরে কাঁদতে দেখা গেছে।
এসময় উপস্থিত ছিলেন আসন্ন আলফডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদপ্রাথী বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শেখ তাহিদুর রহমান মুক্ত, এলাকার সমাজসেবক বুলবুল সিকদার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলী খান, সমাজসেবক চুন্নু সরদার, মুকুল খান ও কায়জার মিয়াসহ কয়েক শতাধিক মানুষ নামাজ ও মোনাজাতে অংশ নেন।
প্রিন্ট