ফরিদপুরের চরভদ্রাসনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছেন ঢাকাস্থ চরভদ্রাসন স্টুডেন্ট’স এসোসিয়েশন নামের একটি সংগঠন। চরভদ্রাসন থেকে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় এই সংগঠনটি।
রবিবার (২১ এপ্রিল) সংগঠনটির পক্ষে চরভদ্রাসন সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরুস্কার বিতরন আনুষ্ঠানের আয়োজন করা হয়।
চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. নিখিল রঞ্জন বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাউছার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাহনাজ পারভীন বিথী ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ঢাকাস্থ চরভদ্রাসন স্টুডেন্ট’স এসোসিয়েশন এর বর্তমান সভাপতি ময়িন আহমেদ ও সাধারন সম্পাদক মুশফিকুর রহিম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি কৃতি শিক্ষার্থদের ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে চরভদ্রাসন সরকারি কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগীতা ও দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে এমসিকিউ পদ্ধতির মডেল টেষ্ট নেওয়া হয়। এই প্রতিযোগীতায় বিজয়ী দ্বাদশ শ্রেনীর বিশজন ও একাদশ শ্রেনীর দশ জনের পাশাপাশি উপস্থিত সকল শিক্ষার্থীদের পুরুস্কৃত করেন সংগঠনটি।
সংগটনটির সভাপতি ময়িন আহমেদ জানায় সংগঠনটির প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন সামাজিক ও ছাত্র বান্ধন কর্মকান্ড পরিচালনা করে আসছেন তারা। করোনা মহামারির কারনে কয়েক বছর তাদের কর্যক্রমে ধীর গতি থাকলেও পুনরায় তারা সংগঠনের পক্ষ হতে শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ সৃষ্টি ও মান উন্নয়নের পাশাপাশি নানা বিষয়ে সহযোগীতা করবে শিক্ষার্থীদের।
প্রিন্ট