ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কালুখালীতে গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরনসভা Logo কুষ্টিয়ায় আসামিদের ধরতে সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন Logo সদরপুরে বিএডিসি’র নকল লোগোযুক্ত ধানের বীজ বিক্রয়ের দায়ে জরিমানা Logo আলফডাঙ্গায় বাড়িতে ঢুকে স্বামী-স্ত্রীসহ ৩ জনকে কুপিয়ে জখম Logo পেট্রাপোল-বেনাপোলে প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং এর কার্যক্রম শুরু Logo নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধাঘাট দখল মুক্ত করে সংস্কারের দাবিতে মানববন্ধন Logo প্রতিহিংসার রাজনীতি নয়, দলীয় ঐক্য গড়ুনঃ -আরিফ-শাকিল Logo নড়াইলে মাদকদ্রব্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত Logo কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় ননদ-ভাবি নিহত Logo বোয়ালমারীতে ফাঁসির পলাতক আসামী গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কালুখালীতে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

কালুখালীতে শনিবার দুপুরে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

প্রথম আলো পত্রিকার জ্যৈষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং সচিবালয়ে তাকে হেনস্তাকারীদের বিচার দাবিতে কালুখালী উপজেলায় সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার ২২ মে দুপুরে কালুখালী উপজেলা প্রেসক্লাব এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১১টায় কালুখালী উপজেলা প্রেসক্লাব চত্বরে প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি খন্দকার আকরামুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রথম আলো পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি এজাজ আহমেদ, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মোক্তার হোসেন, রাজবাড়ীর অনুসন্ধান পত্রিকার ষ্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা, প্রথম আলো বন্ধুসভার সদস্য আলী রেজা ও কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উরমান মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন।

উপস্থাপনা করেন বেসরকারী সংস্থা সুজন’র কালুখালী উপজেলা সভাপতি সাংবাদিক জাহিদ হোসেন। মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক আবু সাঈদসহ কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। শনিবার দুপুর সাড়ে ১১টায় শুরু হয়ে দুপুর সোয়া ১২টায় মানববন্ধন কর্মসূচি শেষ হয়।

প্রসঙ্গতঃ স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা শাহবাগ থানার মামলায় প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের জামিন নিয়ে রবিবার আদেশ দেওয়া হবে। গত বৃহস্পতিবার ২০মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর ভার্চুয়াল আদালতে তার জামিনের শুনানি হয়। পরে রবিবার আদেশ দেওয়ার কথা জানায় আদালত।

এরআগে গত সোমবার পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে ৫ ঘন্টার বেশি সময় তাকে আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত ৯টার দিকে তাকে সচিবালয় থেকে শাহবাগ থানায় নেওয়া হয়।

রাতেই রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। এরপর মঙ্গলবার সিএমএম আদালতে তোলা হয় সাংবাদিক রোজিনা ইসলামকে। মামলার তদন্ত কর্মকর্তা আদালতে রোজিনা ইসলামের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তার রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের আদেশের পর রোজিনা ইসলামকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। এদিকে, ঘটনার পর থেকে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং তাকে হেনস্তাকারীদের বিচারের দাবিতে দেশে-বিদেশে প্রেসক্লাব, সাংবাদিক ও সংবাদ সংস্থা, সাংবাদিক সংগঠন, সুশীল সমাজ ও দেশি-বিদেশি বিভিন্ন মহলে উদ্বেগ, নিন্দা, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত আছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কালুখালীতে গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরনসভা

error: Content is protected !!

কালুখালীতে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

আপডেট টাইম : ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :

প্রথম আলো পত্রিকার জ্যৈষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং সচিবালয়ে তাকে হেনস্তাকারীদের বিচার দাবিতে কালুখালী উপজেলায় সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার ২২ মে দুপুরে কালুখালী উপজেলা প্রেসক্লাব এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১১টায় কালুখালী উপজেলা প্রেসক্লাব চত্বরে প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি খন্দকার আকরামুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রথম আলো পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি এজাজ আহমেদ, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মোক্তার হোসেন, রাজবাড়ীর অনুসন্ধান পত্রিকার ষ্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা, প্রথম আলো বন্ধুসভার সদস্য আলী রেজা ও কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উরমান মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন।

উপস্থাপনা করেন বেসরকারী সংস্থা সুজন’র কালুখালী উপজেলা সভাপতি সাংবাদিক জাহিদ হোসেন। মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক আবু সাঈদসহ কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। শনিবার দুপুর সাড়ে ১১টায় শুরু হয়ে দুপুর সোয়া ১২টায় মানববন্ধন কর্মসূচি শেষ হয়।

প্রসঙ্গতঃ স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা শাহবাগ থানার মামলায় প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের জামিন নিয়ে রবিবার আদেশ দেওয়া হবে। গত বৃহস্পতিবার ২০মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর ভার্চুয়াল আদালতে তার জামিনের শুনানি হয়। পরে রবিবার আদেশ দেওয়ার কথা জানায় আদালত।

এরআগে গত সোমবার পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে ৫ ঘন্টার বেশি সময় তাকে আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত ৯টার দিকে তাকে সচিবালয় থেকে শাহবাগ থানায় নেওয়া হয়।

রাতেই রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। এরপর মঙ্গলবার সিএমএম আদালতে তোলা হয় সাংবাদিক রোজিনা ইসলামকে। মামলার তদন্ত কর্মকর্তা আদালতে রোজিনা ইসলামের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তার রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের আদেশের পর রোজিনা ইসলামকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। এদিকে, ঘটনার পর থেকে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং তাকে হেনস্তাকারীদের বিচারের দাবিতে দেশে-বিদেশে প্রেসক্লাব, সাংবাদিক ও সংবাদ সংস্থা, সাংবাদিক সংগঠন, সুশীল সমাজ ও দেশি-বিদেশি বিভিন্ন মহলে উদ্বেগ, নিন্দা, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত আছে।


প্রিন্ট