প্রথম আলো পত্রিকার জ্যৈষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং সচিবালয়ে তাকে হেনস্তাকারীদের বিচার দাবিতে কালুখালী উপজেলায় সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার ২২ মে দুপুরে কালুখালী উপজেলা প্রেসক্লাব এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১১টায় কালুখালী উপজেলা প্রেসক্লাব চত্বরে প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি খন্দকার আকরামুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রথম আলো পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি এজাজ আহমেদ, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মোক্তার হোসেন, রাজবাড়ীর অনুসন্ধান পত্রিকার ষ্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা, প্রথম আলো বন্ধুসভার সদস্য আলী রেজা ও কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উরমান মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন।
উপস্থাপনা করেন বেসরকারী সংস্থা সুজন’র কালুখালী উপজেলা সভাপতি সাংবাদিক জাহিদ হোসেন। মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক আবু সাঈদসহ কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। শনিবার দুপুর সাড়ে ১১টায় শুরু হয়ে দুপুর সোয়া ১২টায় মানববন্ধন কর্মসূচি শেষ হয়।
প্রসঙ্গতঃ স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা শাহবাগ থানার মামলায় প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের জামিন নিয়ে রবিবার আদেশ দেওয়া হবে। গত বৃহস্পতিবার ২০মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর ভার্চুয়াল আদালতে তার জামিনের শুনানি হয়। পরে রবিবার আদেশ দেওয়ার কথা জানায় আদালত।
এরআগে গত সোমবার পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে ৫ ঘন্টার বেশি সময় তাকে আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত ৯টার দিকে তাকে সচিবালয় থেকে শাহবাগ থানায় নেওয়া হয়।
রাতেই রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। এরপর মঙ্গলবার সিএমএম আদালতে তোলা হয় সাংবাদিক রোজিনা ইসলামকে। মামলার তদন্ত কর্মকর্তা আদালতে রোজিনা ইসলামের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তার রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের আদেশের পর রোজিনা ইসলামকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। এদিকে, ঘটনার পর থেকে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং তাকে হেনস্তাকারীদের বিচারের দাবিতে দেশে-বিদেশে প্রেসক্লাব, সাংবাদিক ও সংবাদ সংস্থা, সাংবাদিক সংগঠন, সুশীল সমাজ ও দেশি-বিদেশি বিভিন্ন মহলে উদ্বেগ, নিন্দা, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha