রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার
ফরিদপুরের বোয়ালমারীতে হত্যা মামলায় ফাঁসির পলাতক আসমী মো. ওবায়দুরকে (৩৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৬.১১.২৪) রাতে সদরপুর থানা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন অফিসার ইনচার্জ মো. গোলাম রসূল।
জানা যায় উপজেলার দাদপুর ইউনিয়নের পশ্চিম ভাটদী গ্রামের প্রবাসী আফসার মোল্যার স্ত্রী মনিরা বেগম সম্পর্কে ওবায়দুর মোল্যার চাচি। মনিরা বেগমের স্বামী প্রবাসে থাকার করণে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাদের প্রেমের সম্পর্ক ফাটল ধরে। এর জের ধরে ১৫ মার্চ ২০১৯ সালে মনিরা বেগমকে হত্যা করে বাড়ির পাশের গম খেতে ভিতরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ ফেলে রাখে। পরে মৃত মনিরার ভাই রবিউল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং ১৮।
এ হত্যা মামলায় অপরাধী সনাক্ত হওয়ায় আসামী একই গ্রামের ওয়াহেদ মোল্যার ছেলে ওবায়দুর মোল্যা। এ মামলায় ৩০২ ও ২০১ এর (৩৪) ধারায় মৃত্যুদন্ডের আদেশ দেন বিজ্ঞ আদালত। পরে তিনি গত ৫ বছর পালিয়ে আত্মগোপনে ছিলেন। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এ পলাতক আসমীকে গ্রেফতার করে পুলিশ।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. গোলাম রসূল বলেন, দীর্ঘ ৫ বছর যাবত ফাঁসির এ আসামী পলাতক ছিল। এ মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীর ওয়ারেন্ট জারী হয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে খোঁজ পেয়ে সদরপুর থানা এলাকা থেকে ফাঁসির আসামী ওবায়দুরকে গ্রেফতার করা হয়। কড়া নিরাপত্তা জোরদার করে বুধবার (২৭.১১.২৪) দুপুরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
প্রিন্ট