গোপালগঞ্জে তিন চাকার যাত্রীবাহী মাহেন্দ্র ও মাটি বোঝাই ট্রলির সংঘর্ষে নজরুল ইসলাম খলিফা (৬৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছেন মাহেন্দ্র গাড়িতে থাকা আরও চার যাত্রী। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত নজরুল ইসলাম টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামের মৃত তহম আলী খলিফার ছেলে।
পুলিশ ও স্থানীয় মানুষ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটের সময় সদর উপজেলার গোবরা নিলার মাঠ মুন্সী বাড়ি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে মাহেন্দ্র গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নজরুল খলিফা নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়। এছাড়াও মাহেন্দ্র গাড়িতে থাকা অপর ৪ জন যাত্রী গুরুতর ভাবে আহত হয়েছে। তিন চাকার ওই মাহেন্দ্র গাড়িটি টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জ আসছিল।
গোপালগঞ্জ থানা পুলিশ নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এবিষয়ে গোপালগঞ্জ সদর থানার একটি ইউডি মামলা হয়েছে।