ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

বাগাতিপাড়ায় বাসের ধাক্কায় গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা, আহত-৪ !

নাটোরের বাগাতিপাড়ায় জিএম ট্রাভেলস নামের যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুছড়ে যায়। এ সময় কারের চালক সহ ৪ জন আহত হন। সোমবার (১৫ এপ্রিল) ভোরে উপজেলার মালঞ্চি-দয়ারামপুর সড়কের মুরাদপুর-চিমনাপুর কবরস্থান এলাকায় দূর্ঘটনাটি ঘটে।

 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ঘটনারদিন ভোরে উপজেলার জামনগর ইউনিয়নের রহিমানপুর এলাকার ইউনুস আলীর ছেলে মাজেদুর রহমান রতন তার প্রাইভেটকার যোগে ঈদের ছুটি শেষে ঢাকার কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় মুরাদপুর-চিমনাপুর কবরস্থান এলাকায় পৌঁছালে সামনে থেকে ঢাকা থেকে আসা যাত্রীবাহী জিএম ট্রাভেলস বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে- মুছড়ে যায়। গাড়িতে থাকা গাড়ির চালক মাজেদুর রহমান রতন সহ ঢাকায় কর্মরত ওই গাড়িতে যাওয়া একই এলাকার হাচেন আলীর ছেলে মাহাবুর ইসলাম এবং সাইদুর রহমানের ছেলে সোহানুর রহমান গুরুতর আহত হন।

 

পরে আহতের স্বজনরা খবর পেয়ে ছুটে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় তাদের উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন।

 

আহতরা জানান, জিএম ট্রাভেলস বাসটি তাদের প্রাইভেট কারটিকে ধাক্কা দিযে দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে চলে যায়।

 

 

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নানু খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বাগাতিপাড়ায় বাসের ধাক্কায় গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা, আহত-৪ !

আপডেট টাইম : ০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪

নাটোরের বাগাতিপাড়ায় জিএম ট্রাভেলস নামের যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুছড়ে যায়। এ সময় কারের চালক সহ ৪ জন আহত হন। সোমবার (১৫ এপ্রিল) ভোরে উপজেলার মালঞ্চি-দয়ারামপুর সড়কের মুরাদপুর-চিমনাপুর কবরস্থান এলাকায় দূর্ঘটনাটি ঘটে।

 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ঘটনারদিন ভোরে উপজেলার জামনগর ইউনিয়নের রহিমানপুর এলাকার ইউনুস আলীর ছেলে মাজেদুর রহমান রতন তার প্রাইভেটকার যোগে ঈদের ছুটি শেষে ঢাকার কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় মুরাদপুর-চিমনাপুর কবরস্থান এলাকায় পৌঁছালে সামনে থেকে ঢাকা থেকে আসা যাত্রীবাহী জিএম ট্রাভেলস বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে- মুছড়ে যায়। গাড়িতে থাকা গাড়ির চালক মাজেদুর রহমান রতন সহ ঢাকায় কর্মরত ওই গাড়িতে যাওয়া একই এলাকার হাচেন আলীর ছেলে মাহাবুর ইসলাম এবং সাইদুর রহমানের ছেলে সোহানুর রহমান গুরুতর আহত হন।

 

পরে আহতের স্বজনরা খবর পেয়ে ছুটে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় তাদের উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন।

 

আহতরা জানান, জিএম ট্রাভেলস বাসটি তাদের প্রাইভেট কারটিকে ধাক্কা দিযে দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে চলে যায়।

 

 

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নানু খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।