জাঁকজমকপূর্ণ আয়োজনে ফরিদপুরের মধুখালীতে মধুখালী প্রকৃতি গ্রুপের এডমিন-মডারেটর ১ম মিলন মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ই এপ্রিল) সকাল দশটায় ঐতিহ্যবাহী মথুরাপুর দেউল প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ.কে.এম আনোয়ার হোসেন মিল্টন, এডভোকেট জজকোর্ট ফরিদপুর।
মধুখালী প্রকৃতি গ্রুপের ১ম মিলন মেলা অনুষ্ঠানে মধুখালী উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল মডারেটর গন ও এডমিন উপস্থিত থেকে সকলের সাথে পরিচিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: নূর হোসেন ফকির, সদস্য ৮নং গাজনা ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহফুজুর রহমান খোকন, যুবলীগ নেতা কামালদিয়া ইউনিয়ন। লিয়াকত আলী খান, প্রভাষক নাহিদা রহমান জেনারেল কলেজ। মো: শহিদুল ইসলাম, সভাপতি আয়েশা সামী স্পোর্টিং ক্লাব।
এ সময় মধুখালী প্রকৃতি গ্রুপের এডমিন এবং সকল মডারেটরদেরকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
এছাড়াও গ্রুপের প্রথম একটিভ মেম্বার হিসেবে সম্মাননা স্মারক পেয়েছেন মাহমুদুল হাসান আরিফ, মডারেটর, ০৮ নং গাজনা ইউনিয়ন।
দ্বিতীয় এক্টিভ মেম্বার হিসেবে সম্মাননা স্মারক পেয়েছেন শেখ অন্তু, মডারেটর, বাগাট ইউনিয়ন এবং তৃতীয় একটিভ মেম্বার হিসেবে সম্মাননা স্মারক পেয়েছে নাহিদুর রহমান নাহিদ, গ্রুপের প্রধান এডমিন কামালদিয়া ইউনিয়ন।
অনুষ্ঠানে এডমিন মডারেটর সহ সকল অতিথিরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
প্রিন্ট