নাটোরের লালপুরে আশার আলো দুঃস্থ উন্নয়ন সংস্থা দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) বিকালে উপজেলার পানসিপাড়া আশার আলো দুস্থ উন্নয়ন সংস্থার আয়োজনে বিভিন্ন অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে।
আশার আলো দুস্থ উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আবু তালেব এর সভাপতিত্বে ও আসলাম আলীর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র মস্য অফিসার আব্দুস সালাম সাগর।
বিশিষ্ট্য ব্যবসায়ী হামিদুর রহমান বাবু, বিলমাড়ীয়া ইউপির সাবেক চেয়ারম্যান সাজদার রহমান, লালপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভপতি সালাউদ্দীন, লালপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান পলাশ, সদস্য শিমুল আলী, সংস্থার পরিচালক শিপন আলী, আব্দুল মতিন, আরিফ আহম্মেদ, বেলাল হোসেন, আতাউর রহমান, মিজানুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
আশার আলো দুঃস্থ উন্নয়ন সংস্থাটি সরকারের পাশাপাশি অনেক বেসরকারি সামাজিক প্রতিষ্ঠান সমাজের উন্নয়নে কাজ করছে। দু:স্থ বিধবা নারী, বয়স্ক কর্মক্ষম ব্যক্তি ও অসহায় দরিদ্র ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রি প্রদান করে এবং সমাজের উন্নয়নে ধনী ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।
প্রিন্ট