পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর- ৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর, চরমাধবদিয়া,নর্থচ্যানেল,
আলীয়াবাদ, কৈজুরি এবং কানাইপুর ইউনিয়নে পৃথক পৃথক ভাবে ৯০০ প্যাকেট আনুপাতিক হারে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য একে আজাদ।
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বাতেন, ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নূসরাত রাসূল তানিয়া, সহ-সভাপতি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য আঞ্জুমান আরা বেগম, ফরিদপুর পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, কোতোয়ালী থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন, কানাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির মোহাম্মদ বেলায়েত হোসেন, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত.ম মাসুদ পারভেজ, সাবেক চেয়ারম্যান সামসুন্নাহার মুহিত হা-মীম গ্রুপের, পরিচালক বিল্লাল হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে, এ কে আজাদ তার বক্তব্য বলেন যে, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে অনেক বেশি শক্ত অবস্থানে রয়েছে।
- আরও পড়ুনঃ মুকসুদপুরে ইউএনও’র বদলির আদেশ বাতিলের দাবিতে জলিরপাড় আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের মানববন্ধন
আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিজ অর্থায়নে গরিব অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুদা, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গঠনে ভূমিকা রাখার চেষ্টা করছি। তিনি ফরিদপুর সদর উপজেলা হতে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার প্রত্যায় ব্যক্ত করেন।
প্রিন্ট