কুষ্টিয়ার দৌলতপুরে এক রাতে ৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা মাঠ থেকে ৫টি ট্রান্সফরমার চুরি করা হয়।
এ ঘটনায় কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি প্রাগপুর সাব-জোনাল অফিসের এজিএম মো. মনিরুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় এজাহার দিলে চুরির সাথে জড়িত জহিরুল ইসলাম (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তেকালা মাঠে থাকা কৃষি জমিতে সেচ কাজে ব্যবহৃত বৈদ্যুতিক পোলে লাগানো ৫টি ট্রান্সফরমার করা হয়।ট্রান্সফরমার চুরির সাথে জড়িত দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের শালিমপুর গ্রামের মৃত খাইরুদ্দিনের জহিরুল ইসলাম (৪০), গঙ্গারামপুর গ্রামের শাকিল (২৬), পার্শ্ববতী ভেড়ামারা উপজেলার ভেড়ামারা বটতলা এলাকার মজনু সরদারের ছেলে রিয়াজ (২৫), চন্ডীপুর এলাকার মিলন (৩২), নয়ন (২৬) ও সুজন (২৮) সহ অজ্ঞাত আরও ২/৩জনকে আসামি করে দৌলতপুর থানায় এজাহার দেওয়া হয়।
(৩০ মার্চ) শনিবার ভোর ৫টার দিকে আসামি জহিরুল ইসলামের ভ্যান যোগে উল্লিখিত আসামিরা চুরি করা ৪টি ট্রান্সফরমারের যন্ত্রাংশ বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় মথুরাপুর মাদ্রাসা মোড়ে স্থানীয় লোকজনের সন্দেহ হলে চালককে ভ্যান থামাতে বলে।
- আরও পড়ুনঃ তানোরে অবৈধ অগভীর নলকুপের অনুমোদন !
এসময় ভ্যানে বসে থাকা আসামিরা পালিয়ে গেলে জহিরুল ইসলামকে ভ্যান ও চোরাই ট্রান্সফরমার যন্ত্রাংশ সহ আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা।খবর পেয়ে দৌলতপুর পুলিশ ঘটনাস্থল থেকে চুরি যাওয়া ট্রান্সফরমারের যন্ত্রাংশ সহ জনতার হাতে আটক আসামিকে থানায় নেয়। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে যার নং-৪৪।