রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামে মামলা তুলে নেবার হুমকিসহ বিবাদীদের মারপিটে ২ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
এ বিষয়ে উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামের অবঃ পুলিশ সদস্য সামছুল আলম বাবুর স্ত্রী সাহিদা বেগম জানান, ২৯ মার্চ শুক্রবার বিকাল আড়াই টার সময় একই গ্রামের শহিদ মোল্লার ছেলে মেহেদি হাসান হিটু, মেহেদি হাসান হিটুর ছেলে, সিফাত মোল্লা, মৃত সাইদ মৃধার ছেলে সাইফুল মৃধা,তোরাফ শেখের ছেলে তুহিন শেখও টাইম শেখসহ ৮/ ১০ জন লোহার রড়, হাতুরি, চাইনিজ কুড়াল কাঠের বাটাম, বাশের লাঠিসহ দেশী অস্ত্রসত্রে সজ্জিত হয়ে আমার বাড়ীতে বেআইনি ভাবে প্রবেশ করে মামলা তুলে নেবার হুমকিসহ গালিগালাজ করতে থাকলে আমি গালিগাজের প্রতিবাদ করায় তারা আমাকে তাদের হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে আমার মাথাতে আঘাত করে আমি মাটিতে লুটিয়ে পরলে তারা আমাকে লোহার রড, হাতুরি, লাঠি দিয়ে মারপিট করতে থাকে আমার ডাক চিৎকারে আমার স্বামী অবম পুলিশ সদস্য সামছুল আলম বাবু এগিয়ে আসলে তাকেও মারপিট করতে থাকে।
তিনি আরো জানান, আমাদের ডাকচিৎকারে আমার কন্যা শারমিন আক্তার এগিয়ে আসলে তাকে মারপিট করলে আমাদের ডাকচিৎকারে আসপাশের লোকজন এগিয়ে আসলে আমাদের পরিবারের সকলের প্রান নাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরিবারের লোকজন আমাদেরকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। হামলাকারীদের বিরুদ্ধে রাজবাড়ী আদালতে সি আর ৩১৪/ ২৩ মামলা রয়েছে । এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রিন্ট