ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালমারীতে দেউলিয়া মিলটির পাশেই নতুন জুটমিল প্রতিষ্ঠিত করেছেন পরিচালনাকারীরা Logo মাগুরায় শত্রুজিৎপুর নূরুল ইসলাম দাখিল মাদরাসায় জালিয়াতি করে চাকরির অভিযোগ Logo মুকসুদপুরে সাংবাদিক হায়দারের কুশপুত্তলিকা দাহ Logo মুকসুদপুরে যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ Logo তানোরে সার চোরাচালানের মহোৎসব! Logo ফরিদপুরে ৫ দিনব্যাপী ৮৬১ ও ৮৬২ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন Logo রূপগঞ্জে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার Logo বালিয়াকান্দির ‘উকুন খোটা’ স্কুল এখন দেশসেরা হওয়ার অপেক্ষায় Logo তানোরের নারায়নপুর স্কুলে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান Logo বাঘায় গলা কেটে হত্যা, নিহতের ভাইরা ভাই রায়হান গ্রেপ্তার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবার

পাংশায় অপহরণের ৩দিনেও সন্ধান মেলেনি শিশু মুরসালীনের

অপহৃত শিশু মুরসালীন। -ছবি সংগৃহীত।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির সাঁজুরিয়া গ্রামের কৃষক নবাব আলী মন্ডলের প্রায় ৬ বছর বয়সের শিশুপুত্র মুরসালীন অপহৃত হওয়ার তিন দিনেও সন্ধান মেলেনি। ঘটনার পর থেকে পরিবারের লোকজন উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন। পুলিশ প্রশাসন অপহৃত শিশু মুরসালীন উদ্ধারসহ ঘটনার নেপথ্য উদঘাটনে তৎপর রয়েছেন।

জানা যায়, গত রবিবার ১৬ মে সকাল আনুমানিক ৭টার দিকে নিজ বাড়ীর পাশে (সরিষা-হোসেনডাঙ্গা বাজার সড়ক) পাকা রাস্তার উপর থেকে অপহৃত হয় শিশু মুরসালীন। এ ঘটনায় নবাব আলী মন্ডল বাদী হয়ে অজ্ঞাত আসামী করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ১২।

সূত্র জানায়, হবিবর মন্ডলের তিন ছেলে- নবাব আলী (কৃষক), নজরুল (প্রবাসী) ও নাজিম (চাকুরীজীবী)। নবাব আলী ৫/৬ বছর আগে পিতার বাড়ী থেকে ২শত গজ দূরে রাস্তার দক্ষিণে টিনশেড ওয়াল করে বসতঘর নির্মাণ করে বসবাস করছেন। নবারের ২টি পুত্র সন্তান- বড় ছেলের নাম নিরব, বয়স আনুমানিক ১২ বছর। ছোট ছেলের নাম মুরসালীন। নবাবের শ্বশুর বাড়ী কুমারখালীর মাজগ্রামে।

মঙ্গলবার ১৮ মে যোগাযোগ করা হলে নবাব আলী জানান, ঘটনার পরে এলাকায় মাইকিং করা হয় এবং আত্মীয়-স্বজনের বাড়ীতে খোঁজাখুঁজি করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত শিশু মুরসালীনের সন্ধান মেলেনি। শিশুপুত্র মুরসালীনের সন্ধান পেতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে দেউলিয়া মিলটির পাশেই নতুন জুটমিল প্রতিষ্ঠিত করেছেন পরিচালনাকারীরা

error: Content is protected !!

উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবার

পাংশায় অপহরণের ৩দিনেও সন্ধান মেলেনি শিশু মুরসালীনের

আপডেট টাইম : ১২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির সাঁজুরিয়া গ্রামের কৃষক নবাব আলী মন্ডলের প্রায় ৬ বছর বয়সের শিশুপুত্র মুরসালীন অপহৃত হওয়ার তিন দিনেও সন্ধান মেলেনি। ঘটনার পর থেকে পরিবারের লোকজন উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন। পুলিশ প্রশাসন অপহৃত শিশু মুরসালীন উদ্ধারসহ ঘটনার নেপথ্য উদঘাটনে তৎপর রয়েছেন।

জানা যায়, গত রবিবার ১৬ মে সকাল আনুমানিক ৭টার দিকে নিজ বাড়ীর পাশে (সরিষা-হোসেনডাঙ্গা বাজার সড়ক) পাকা রাস্তার উপর থেকে অপহৃত হয় শিশু মুরসালীন। এ ঘটনায় নবাব আলী মন্ডল বাদী হয়ে অজ্ঞাত আসামী করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ১২।

সূত্র জানায়, হবিবর মন্ডলের তিন ছেলে- নবাব আলী (কৃষক), নজরুল (প্রবাসী) ও নাজিম (চাকুরীজীবী)। নবাব আলী ৫/৬ বছর আগে পিতার বাড়ী থেকে ২শত গজ দূরে রাস্তার দক্ষিণে টিনশেড ওয়াল করে বসতঘর নির্মাণ করে বসবাস করছেন। নবারের ২টি পুত্র সন্তান- বড় ছেলের নাম নিরব, বয়স আনুমানিক ১২ বছর। ছোট ছেলের নাম মুরসালীন। নবাবের শ্বশুর বাড়ী কুমারখালীর মাজগ্রামে।

মঙ্গলবার ১৮ মে যোগাযোগ করা হলে নবাব আলী জানান, ঘটনার পরে এলাকায় মাইকিং করা হয় এবং আত্মীয়-স্বজনের বাড়ীতে খোঁজাখুঁজি করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত শিশু মুরসালীনের সন্ধান মেলেনি। শিশুপুত্র মুরসালীনের সন্ধান পেতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।


প্রিন্ট