রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির সাঁজুরিয়া গ্রামের কৃষক নবাব আলী মন্ডলের প্রায় ৬ বছর বয়সের শিশুপুত্র মুরসালীন অপহৃত হওয়ার তিন দিনেও সন্ধান মেলেনি। ঘটনার পর থেকে পরিবারের লোকজন উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন। পুলিশ প্রশাসন অপহৃত শিশু মুরসালীন উদ্ধারসহ ঘটনার নেপথ্য উদঘাটনে তৎপর রয়েছেন।
জানা যায়, গত রবিবার ১৬ মে সকাল আনুমানিক ৭টার দিকে নিজ বাড়ীর পাশে (সরিষা-হোসেনডাঙ্গা বাজার সড়ক) পাকা রাস্তার উপর থেকে অপহৃত হয় শিশু মুরসালীন। এ ঘটনায় নবাব আলী মন্ডল বাদী হয়ে অজ্ঞাত আসামী করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ১২।
সূত্র জানায়, হবিবর মন্ডলের তিন ছেলে- নবাব আলী (কৃষক), নজরুল (প্রবাসী) ও নাজিম (চাকুরীজীবী)। নবাব আলী ৫/৬ বছর আগে পিতার বাড়ী থেকে ২শত গজ দূরে রাস্তার দক্ষিণে টিনশেড ওয়াল করে বসতঘর নির্মাণ করে বসবাস করছেন। নবারের ২টি পুত্র সন্তান- বড় ছেলের নাম নিরব, বয়স আনুমানিক ১২ বছর। ছোট ছেলের নাম মুরসালীন। নবাবের শ্বশুর বাড়ী কুমারখালীর মাজগ্রামে।
মঙ্গলবার ১৮ মে যোগাযোগ করা হলে নবাব আলী জানান, ঘটনার পরে এলাকায় মাইকিং করা হয় এবং আত্মীয়-স্বজনের বাড়ীতে খোঁজাখুঁজি করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত শিশু মুরসালীনের সন্ধান মেলেনি। শিশুপুত্র মুরসালীনের সন্ধান পেতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha