২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার বড়াল সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাইমেনা শারমীন’র সভাপতিত্বে ও সহকারি প্রোগ্রমার শফিকুল ইসলাম’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা আ’লীগের উপদেষ্টা অধ্যাপক আবুল হোসেন ও সেকেন্দার রহমান, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদীজা বেগম শাপলা, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান, উপজেলা আওয়ামী লীগ’র সভাপতি (ভার.) সুকুমার মুখার্জি, উপজেলা প্রেসক্লাব’র সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম তপু ও বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার ওয়াদুদ বাবর প্রমুখ।
- আরও পড়ুনঃ পোস্ট অফিসে দামাদামি
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুধীজন ও জনপ্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
প্রিন্ট