রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
১৭ মার্চ রবিবার সকাল ৯ ঘটিকার সময় উপজেলা পরিষদের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র্যালি আলোচনা সভা, পুরস্কার,বিতরণ ও শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রানবন্ধু বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সহ-সভাপতি গুলজার হোসেন মৃধা, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, নার্গিস পারভীন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.আ. সামাদ মোল্লা প্রমুখ।
প্রিন্ট