রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপহার দেওয়া গাড়িতে চড়ে প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখা গেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে।
আজ শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ খবরটি জানিয়ে বলেছে, এ ঘটনা দুই দেশের বন্ধুত্ব জোরদার হওয়ার স্পষ্ট নিদর্শন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাতে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
গত সেপ্টেম্বরে রাশিয়া সফর করেন কিম জং-উন। ওই সফরের মধ্য দিয়ে দুই দেশ সম্পর্ক জোরদারের পাশাপাশি সামরিক সম্পর্ক বৃদ্ধির কথাও জানায়। সে সময় পুতিনের ব্যবহৃত গাড়ি খুব পছন্দ করেন উত্তর কোরিয়ার এই নেতা।
পরবর্তীতে গত ফেব্রুয়ারি মাসে জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও কিম জং উনের জন্য একটি গাড়ি উপহার পাঠান পুতিন। কেসিএনএ-এর প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার তৈরি গাড়িটি গত ১৮ ফেব্রুয়ারি কিমের শীর্ষ সহযোগীদের কাছে পাঠানো হয়। এটি কিমের ব্যক্তিগত ব্যবহারের জন্য দেন পুতিন।
পুতিনের উপহার দেওয়া রুশ অরাস লিমুজিনে গতকাল শুক্রবার চড়েছেন কিম জং-উন। কিমের বোন কিম ইয়ো-জংয়ের বরাতে কেসিএনএ বলছে, এটা রাশিয়া ও উত্তর কোরিয়ার বন্ধুত্বের সুস্পষ্ট নিদর্শন। এর মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্ব অনন্য উচ্চতায় পৌঁছাবে।