ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪খ্রি. যথাযথ ভাবে পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, ফরিদপুর ও উপজেলা ক্যাব শাখা মিলে দিবসটি উদ্যাপনের আয়োজন করেন। এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিনের পর উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা করেন।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহনাজ পারভীন বীথি। সভায় চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক মোরশেদ, উপজেলা ক্যাব শাখার সভাপতি জয়নাল আবেদীন (কামাল), সহসভাপতি শুকুমার শীল ও সাধারন সম্পাদক আসলাম বেপারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যাবহার করি” এ প্রতিপাদ্য বিষয়ের উপর অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, সাংবাদিক মেজবাহ উদ্দিন ও আসলাম বেপারী প্রমূখ। বক্তারা, ভোক্তাদের অধিকার সংরক্ষনের জন্য সর্বস্তরের পেশাজীবিদের সচেতন হওয়া সহ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলের প্রতি উদাত্ত আহবান জানান।
প্রিন্ট