ফরিদপুরের চরভদ্রাসনে অগ্নিকান্ডে দুটি টিনের ঘর ভস্মিভূত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১১ মার্চ ) বিকেল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছোট বালিয়াডাঙ্গী গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম(৪০) এর বাড়িতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় পরিবারটি।
অগ্নিকান্ডের বিষয়ে শহিদুল জানায় তিনি দুপরে খাবারের পর ছোট ছেলে সাথে নিয়ে পাশের জমিতে ঘাস আনতে যায়। কিছু সময় পর হঠাৎ শহীদুল তার বাড়ির দিকে ধোয়া উঠতে দেখে দ্রুত বাড়ি এসে ঘরে দাও দাও করে আগুন জ্বলতে দেখে। এ সময় তার স্ত্রী বাড়ি ছিলনা। শহিদুলের চিতকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে মনে করেন চরভদ্রাসন ফায়ার স্টেষন অফিসার মুর্তজা আহসান। তিনি জানান ঘটনাস্থলে আসতে রাস্তার মাঝে কয়েকটি বিদ্যুতে খুটি ও দীর্ঘদিন যাবত বালিয়াডাঙ্গী রাস্তা সংস্কারের জন্য রাস্তা কেটে রাখায় তাদের পৌছাতে একটু দেরি হয়েছে। যাতায়াতের রাস্তা ভালো থাকলে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হতো বলে মনে করেন তিনি।
এ ঘটনায় নগদ তিন লক্ষ টাকা, একটি চারচালা ঘর, একটি দোচালা ঘর, চারটি ছাগল সহ ঘরে থাকা সমস্ত মালালামাল পুরে প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় শহিদুল। শহিদুল পেশায় একজন অটোরিক্সা চালক। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
প্রিন্ট