ইনামুল খন্দকারঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বাজারে রবিবার সন্ধ্যায় ব্যবসায়ীকে কুপিয়ে ১৫ লক্ষ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বাগাট বাজারের অগ্রসর সমবায় সমিতি লিমিটেড এনজিওর পরিচালক, বিশিষ্ট ইট ও কয়লা ব্যবসায়ী মোঃ মিলন শেখ কে বিকালে তার নিজ কার্যালয়ে ১০/১৫ জন দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী তাকে কুপিয়ে তার নিকট থেকে ১৫ লক্ষ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ সময় তার মামা মোহাম্মদ মোতালেব শেখ তাকে বাঁচাতে গেলে দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পরবর্তীতে স্থানীয় বাজার ব্যবসায়ীরা আহত মিলন সেক ও মোতালেবকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ব্যবসায়ী মিলন শেখ সাংবাদিকদের বলেন কাটাখালি গ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসী ইমদাদুল, হাফিজুল, মোজাফফর ফুরাদ শেখ, সন্ত্রাসী মামুন আতর্কিতভাবে ১০/১২ জন লোক নিয়ে আমার অফিসে ঢুকে কোন কিছু বুঝার আগেই ইমদাদুল ও তার লোকজন আমাকে এলোপাথাড়ি ভাবে রড ও হাতুড়ি দিয়ে মারতে থাকে। এসময় আমার মামা মোতালেব আমাকে বাঁচাতে আসলে তাকেও কুপিয়ে জখম করে।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন সন্ত্রাসী হাফিজুল গং কাটাখালি সিদ্দিক হত্যা মামলার অন্যতম আসামি, এরা সবাই এলাকার কুখ্যাত ডাকাত বলে পরিচিত। এই ঘটনাকে কেন্দ্র করে বাগাট বাজারে টান টান উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি মধুখালী থানা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
প্রিন্ট