লিয়াকত হোসেন লিংকনঃ
আসন্ন মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজানের পবিত্রতা রক্ষার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিয়ানী উপজেলা শাখার উদ্যোগে এক র্যালি বের করা হয়।
র্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে কাশিয়ানী উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে আহলান ওয়া সাহলান মাহে রমাদান, রমজানের পবিত্রতা- রক্ষা করো, করতে হবে, মাহে রমজানে খাবারের দোকান, হোটেল, রেস্টুরেন্ট প্রকাশ্যে বেচা বিক্রি চলবে না, চলবে না। খোলা বাজারে চায়ের দোকান-চলবে না, চলবে না। আহলান সাহলান- মাহে রমজান। মাহের মজানের আগমন-শুভেচ্ছা স্বাগতম’ লেখা সংম্বলিত প্লাকার্ড প্রদর্শন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার সাবেক আমির ও গোপালগঞ্জ-১ আসনে জাময়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হামিদের নেতৃত্বে এ র্যালীটি বের করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিয়ানী উপজেলা শাখার আমির এ বিএম মাসুদুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিয়ানী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, পিঙ্গলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান, মাজড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম খান, মাওলানা লোকমান হাকিম, ডা. মেহেদি হাসান মানিক বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক শিহাব উদ্দীন।
প্রিন্ট