‘শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা’ নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
দিবসটি উপলক্ষে আলফাডাঙ্গা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াসমীনের সভাপতিত্বে আলোচনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাকতী দত্ত, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা.শওকত আলী, উপজেলা ক্যাব সভাপতি কবীর হোসেন, ইউপি সদস্য মক্কা মিয়া, আলফাডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি মো.ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মিয়া রাকিবুল, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক ইকবাল আজিজ মিমাসী ও অফিস সহকারী জয়দেব কুমার রায় প্রমুখ।
প্রিন্ট