বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা গৌরবের এক অনন্য দিন ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে ভেড়ামারাতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে উপজেলা অডিটোরিয়াম হল রুমে ঐতিহাসিক এ দিনটির গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে সকল শহীদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু। ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা। বীরমুক্তিযুদ্ধা এ্যাড: আলম জাকারিয়া টিপু ও থানা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীবৃন্দ।
এর আগে সকালে ভেড়ামারা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা।
প্রিন্ট